‘স্কুলে পুষ্টিকর টিফিন দেওয়ার পরিকল্পনা করছে সরকার’
আগামীতে প্রাথমিক স্কুলগুলোতে সরকার পুষ্টিকর টিফিন দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রুমানা আলী।
শুক্রবার (৭ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অভিভাবক সমাবেশে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমি জনগণের সেবক। আপনাদের সেবা দিতেই এসেছি। শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সব সময় স্বপ্ন দেখে আসছেন। আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছি। আগামীতে প্রাথমিক স্কুলগুলোতে পুষ্টিকর টিফিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছরগুলোতে প্রাথমিক স্কুলে টিফিনের সময় ভাল খাবার শিশুদের সামনে পৌঁছে দেওয়া হবে।
এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি আবু হানিফের সভাপতিত্বে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী কমকর্তা জাকির হোসেন, প্রধান শিক্ষক কেরামত আলী, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি নির্মাণ করাসহ নানা দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী বিভিন্নজনের দাবির প্রেক্ষিতে দাবিগুলো পূরণের আশ্বাস দেন।
মন্তব্য করুন