• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পাথরঘাটায় ‘হিটস্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ২২:৩৯
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটা হিটস্ট্রোকে জাহাঙ্গীর পহলান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজার থেকে বাড়ি যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে স্থানীয় মোফাজ্জল হোসেন হসপিটাল নিয়ে গেলে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর পহলান পার্শ্ববর্তী রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবেদ পহলানের ছেলে। তিনি কাকচিড়া বাজারে তরকারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম নাঈম জানান, দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর পহলান কাকচিড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বাজারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বেসরকারি মোফাজ্জেল হোসেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, প্রচণ্ডে গরমে হিটস্ট্রোক করেন তিনি। এ কারণেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইফুজ্জামান জানান, এ রকম ঘটনার কথা এখন পর্যন্ত আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জন্মদিনের আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না’
আমি মারা যাইনি, সুস্থ আছি: রুবেল
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৪৮
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর