• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৭, ১৪:৪২

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ৪ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ থাকার পর দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৯টার দিকে কুলাউড়া উপজেলায় ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এর পর সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ কারণে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসটি সিলেটে আটকা পড়ে।

এদিকে এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

পরে সকাল ১০টার দিকে কুলাউড়া স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বগি উদ্ধারকাজ শুরু করে।

তারপর উদ্ধারকাজ শেষ হলে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে সিলেট স্টেশনে আটকা পড়া চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদিন সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী
সিরিজ রক্ষার ম্যাচেও বাংলাদেশের মামুলি পুঁজি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 
X
Fresh