• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

বাউফলে ঘরচাপায় বৃদ্ধের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৪:৪২
বাউফলে ঘরচাপায় বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমেলের আঘাতে বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। তীব্র ঝড়ো হাওয়ায় দোতালা টিনশেড ঘরচাপা পড়ে মো. করিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের ইউএনও মো. বশির গাজী খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে ঘূর্ণিঝড় রেমেল বাউফলে আঘাত হানলে বৃদ্ধ করিম পরিত্যক্ত ওই ঘরে আশ্রয় নেন এবং রাতের যে কোনো সময় ঝড়ো হাওয়ায় ঘর ভেঙে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও জানান, বৃদ্ধ মো. করিমের বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। তিনি ভিক্ষা করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন।

তিনি বলেন, ‘মরদেহের পরিচয় পাওয়া গেছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমালে ঘরের চাল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু