• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

কসবায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৭:৪৭
কসবায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার (২৬ মে) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টার পর্যন্ত চলে।

জানা যায়, গত ২৮ এপ্রিল বরাদ্দকৃত প্রতীক ব্যালট পেপারে না থাকায় নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি করেন এক প্রার্থী। তার আবেদনের প্রেক্ষিতে কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত করে ইসি। তবে বাকি সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা অপরিবর্তিত থাকবে।

এ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট ৫৭ জন প্রার্থী ২৮ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। মোট ১১টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে ৫ জন ম্যাজিস্ট্রেটসহ র‍্যাব, পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করেছে। এর আগে গত ২৮ এপ্রিল ব্যালট পেপারে এক প্রার্থীর ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এখন চলছে ভোট গণনা।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট
স্থগিত ১৯ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা
১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পটুয়াখালীর ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে