• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

হাতিয়ায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২৩:৫১
হাতিয়ায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে বাঁচাতে লোকজনকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে।

শনিবার (২৫ মে) সন্ধ্যার পর সিপিপির সদস্যরা বিভিন্ন হাট বাজার ও গ্রাম অঞ্চলে বেড়িবাঁধের ওপর এই মাইকিং করেন।

এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। হাতিয়াতে সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা এ মাইকিং করেন।

এ দিকে ৩ নম্বর ও পরে ৬ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যাতে দুর্যোগকালীন যে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা সহজ হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীস চাকমা জানান, হাতিয়াতে ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। হাতিয়ার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে করা কন্ট্রোল রুম থেকে প্রতিটি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে মাইকিং করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত
ঘূর্ণিঝড় রেমাল: ঝালকাঠিতে নিরাপদ আশ্রয়ে থাকতে মাইকিং
সেন্টমার্টিনে পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং