• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

বাগেরহাটে গাড়িচাপায় নারী নিহত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২০:২৬
বাগেরহাটে গাড়িচাপায় নারী নিহত
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে দ্রুতগতির গাড়িচাপায় মঞ্জু রানী (৫৭) নামে এক মহিলা নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) বিকেলে মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু রানী মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের অনিল শীলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা মহাসড়ক পার হতে গেলে বেপরোয়া গতিতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, মঞ্জু রানীর এক মেয়েকে দুর্ঘটনাস্থলের কাছেই এক বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে। নিজের বাড়ি আস্তাইল থেকে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে গাড়িচাপায় নিহত হন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।

তিনি বলেন, ‘গাড়ির ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটের ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
আনসার সদস্যকে মারধর, কর্মীকে ৬ মাসের কারাদণ্ড
টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১
চিতলমারীতে কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ