• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছুঁলো ৪০ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৯:২৪
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছুঁলো ৪০ ডিগ্রি
ছবি : সংগৃহীত

ফের তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার মানুষের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। গরমে হাঁসফাঁস করছে এ জনপদের মানুষ।

শুক্রবার (২৪ মে) বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি জানান, গত ৬ থেকে ২৩ মে পর্যন্ত ৩৩ থেকে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল তাপমাত্রা। সবশেষ শুক্রবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি লাগছে।

উল্লেখ্য, গত ১৯ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৩-৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। সবশেষ চলতি মাসের ৫ তারিখে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে বেশিরভাগ দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়ে আসছে চুয়াডাঙ্গায়। গত ৩০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ও চুয়াডাঙ্গার ৩৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজের সময় উচ্চ তাপমাত্রার আশঙ্কা, সৌদি প্রশাসনের সতর্কবার্তা
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
চুয়াডাঙ্গায় ২ সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
চুয়াডাঙ্গায় কৃষককে গলাকেটে হত্যা