• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (রংপুর), আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১৫:৫৪
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রংপুরে আবারও শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই গরমে জমির ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে নগরীর ১০ নং ওয়ার্ডের কেরানীর হাট দেরহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলমের বাড়ি রংপুরের লাহিড়ীহাটের কলাখামারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরী ১০ নং ওয়ার্ডের দেরহালিয়া এলাকায় জমিতে বোরো ধান কাটার জন্য যান শাহ আলমসহ অন্য শ্রমিকরা। প্রচণ্ড গরমের মধ্যে শাহ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে জমির মালিকসহ স্থানীয়রা শাহ আলমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু