• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ১৩:৩৭
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে নেমে লিটন (৩২) ও রাজন (২৬) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত লিটন একই গ্রামের হারান আলীর ছেলে ও রাজন ইয়ার আলীর ছেলে।

স্থানীয় নির্মাণশ্রমিক সংগঠনের নেতা রাজু আহম্মেদ বলেন, লিটন ও রাজন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য ভেতরে নামেন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মুখ খুলে দেখেন দুজনের নিথর দেহ পড়ে আছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ২০ দিন আগে ওই সেফটিক ট্যাংকের ঢালায় কাজ সম্পন্ন করে মুখ বন্ধ করে রাখা হয়েছিল। সাধারণত এইসব সেপটিক ট্যাংকে মুখ বন্ধ থাকার কারণে ভেতরে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়। ধারণা করা হচ্ছে বিষক্রিয়াতে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ
মিরপুর পালিয়ে ছিলেন সাবেক এমপি আবদুর রউফ, অতঃপর...
কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ গ্রেপ্তার