• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১১:২৩
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় বজ্রাঘাতে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

শনিবার (১১ মে) সকালে শরণখোলার উপজেলার বান্ধাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পিরোজপুর জেলার বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদী পথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। নদীতে ভাটা থাকায় শরণখোলার উপজেলার বান্ধাঘাটা এলাকায় খালের মধ্যে অবস্থান নেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বজ্রপাতে ট্রলারের আট শ্রমিক আহত হন।

এর মধ্যে মোস্তফা (৫৫) ও মিলন (৩৫) নামের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। তবে বজ্রাঘাতের আগেই তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নিয়েছিলেন।

আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান খান।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাচোলে বজ্রপাতে দুজনের মৃত্যু