• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ধর্মপাশায় বিএনপির দু্ই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা

সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৭ নভেম্বর ২০১৭, ০৯:১০

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার এ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার।

মামুন খন্দকার বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোলকপুর বাজারে জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের সমর্থকরা দলের সদস্য সংগ্রহ অভিযান আয়োজন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম চৌধুরীর গ্রুপের সমর্থকরাও একই সময় সেখানে বিক্ষোভ মিছিল ও জনসভা ডাকে। এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।

তিনি আরো জানান, একই স্থানে বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকায় গোলকপুর বাজার ও আশপাশের এলাকায় সোমবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে।

এসএস/এ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
বিএনপির আরও ৬১ নেতা বহিষ্কার
বহিষ্কারের পর বিএনপির প্রার্থী আরও বেড়েছে 
সরকার পতনে সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে: মঈন
X
Fresh