• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাভারে এসি বিস্ফোরণ : আহত নাহিদের মৃত্যু

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩১
সাভারে এসি বিস্ফোরণ : আহত নাহিদের মৃত্যু
ছবি : সংগৃহীত

সাভারে একটি বস্ত্রবিতানে এসি বিস্ফোরণের ঘটনায় আহত নাহিদ (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দিবারাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাহিদ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা।

তিনি গেন্ডা বাজারে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে একটি দোকানে কাপড়ের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, সাভারে এসি বিস্ফোরণে নাহিদ নামের ওই ব্যক্তি দগ্ধ হয়েছিলেন। তার শরীরের ৩০ শতাংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সাভার পৌর এলাকায় গেন্ডা বাজারে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামক একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ হয়। এতে পথচারীসহ অন্তত ৭ জন আহত হন। এ সময় তিনজন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে একজন সোমবার রাত ৩টায় মারা গেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে অসুস্থ প্রবীণ সাংবাদিকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান
সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান রাজীব 
কুকুরের সঙ্গে শেকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন 
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
X
Fresh