• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৩
ছবি : সংগৃহীত

রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় পুঠিয়া উপজেলার পুঠিয়া পি এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

পুঠিয়া উপজেলার ওলামা পরিষদের আয়োজনে বিশেষ এ নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সেখানে দুই রাকাত নামাজ শেষে রাজশাহীসহ সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, দুইটা সময় জাহান্নাম নিশ্বাস ছাড়ে- গ্রীষ্মকাল ও শীতকালে। অতিরিক্ত শীত যখন হয় তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় এবং অতিরিক্ত গরমেও সমস্যার সমাধানে দোয়া করা হয়।

রাজশাহীতে এপ্রিল থেকে প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে ফসলের খেত, আমসহ বিভিন্ন ফলমূলের ক্ষতি হচ্ছে। নাভিশ্বাস উঠেছে মানুষের জীবনের। মঙ্গলবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক শূন্য ২ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাংনীতে ইসতিসকার নামাজ আদায়
শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় 
X
Fresh