• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ১৫:৩১
রাজশাহীতে স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই
ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ সময় পঞ্চম শ্রেণির একটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ওই কক্ষের চেয়ার টেবিলসহ প্রয়োজনীয় সব আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, স্কুলে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। একতলা পাকা স্কুলের আশপাশে ইটের দেয়াল থাকায় আগুন সেভাবে ছড়াতে পারেনি। এতে স্কুলের আসবাবপত্র ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কেউ হতাহতও হয়নি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায়
‘আমাকে মেরে ফেলেন ভাই’
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
X
Fresh