• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কারখানার সীমানায় কুকুর হত্যা, বিড়ম্বনায় প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২৪, ২০:৫৮
প্রতীকী ছবি

একটি পাগল কুকুর যেনো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ালো গাজিপুরে অবস্থিত এফ বি ফুটওয়্যারের। জুতা প্রস্তুতকারি এই প্রতিষ্ঠানটির কারখানায় একটি বেওয়ারিশ পাগল কুকুর মেরে ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনার সঙ্গে জড়িত কারখানায় দায়িত্বরত গুড গার্ড সিকিউরিটি এন্ড প্রোপার্টি ম্যানেজমেন্টের সিকিউরিটি গার্ড।

ঘটনা চলাকালিন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সজীব নামের এক ব্যক্তি। এরপর থেকেই অজ্ঞাতনামা কিছু লোক এফ বি ফুটওয়্যারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই না, এ ঘটনাকে কেন্দ্র করে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন কল ও এসএমএস দিয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তোলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এ ঘটনায় এফ বি ফুটওয়্যার লিমিটেডের এইচআর অ্যাডমিনের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পুরো ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে ফেসবুকে ভিডিও শেয়ার করা ব্যক্তি মো. সজীব তার ভুল স্বীকার করেন। এরসঙ্গে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘গত ২৮ জুন বেলা আনুমানিক ১০টায় আমার পার্শ্ববর্তী কারখানায় একটি কুকুরকে কোম্পানির নিরাপত্তা কর্মীরা মারধর করে এবং আমি সেটা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করি। পরে জানতে পারি কুকুরটি পাগল ছিল এবং একটি ছাগলকে কামড়িয়ে মেরে ফেলেছে। যেহেতু স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিক কাজ করে তাই তাদের এবং অন্যান্য প্রানীর নিরাপত্তার স্বার্থে পাগল কুকুরটিকে ধরে মারা হয়েছে। আমি পুরোপুরি ঘটনা না জেনে একটি অসত্য তথ্য ছড়িয়ে সামাজিক বিভ্রান্তির সৃষ্টি করেছি এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানহানি করেছি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মানসম্পদ বিভাগের প্রধান মো. মনজুরুল হাসান গণমাধ্যমে বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্য কারও কাম্য নয়। এমন একটি অমানবিক ঘটনা আমদের কারখানার সীমানায় ঘটে যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এতে মর্মাহত। ঘটনার পর থেকে কর্তব্যরত গার্ডদের বিরুদ্ধে আমরা গুড গার্ড প্রতিষ্ঠানে অভিযোগ দায়ের করি। প্রাথমিকভাবে দুজন গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তারা যেন বিষয়টি আরও কঠোরভাবে পরিচালনা করে সেই বিষয়েও আমরা নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এফ বি ফুটওয়্যারের সম্মানহানী যেভাবে করা হচ্ছে সেটিও বিড়ম্বনার বিষয়। আমরা আইন অনুযায়ি বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু এরমধ্যে আমাদের প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটির বিষয়েও আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আশা করব সবকিছুর একটি সুন্দর সমাধান হবে। সেটাই আমাদের চাওয়া।

অন্যদিকে, সিকিউরিটি কোম্পানির ভাষ্য অনুযায়ী কুকুরটি একদিন পূর্বে কারখানার (এফ বি ফুটওয়্যার লি:) একটি ছাগল মেরে ফেলে এবং তার অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা যায়। কুকুরটি পাগল নিশ্চিত হলে ফ্যাক্টরির অন্যান্য প্রাণী (ছাগল -৬০টি, গরু-২৬ টি) এবং প্রায় ২৫০০ শ্রমিক কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনা করে কুকুরটিকে মেরে ফেলা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ধানের ব্যাপক ক্ষতি
প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা
X
Fresh