• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ভাইবোনকে জোরকরে মদ খাওয়ানোর চেষ্টা, অতঃপর...

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮
ভারতীয় ভাইবোনকে জোরকরে মদ খাওয়ানোর চেষ্টা, অতঃপর...
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমসে ভারতীয় দুই যাত্রীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টার ঘটনায় কাস্টমসের সিপাহী মো. রুবেলকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। ভারতীয় দুই যাত্রী সম্পর্কে ভাইবোন বলে জানা গেছে।

বৃহস্পতিবার আখাউড়া শুল্ক স্টেশন থেকে তাকে কুমিল্লা কাস্টমস কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার ।

তিনি বলেন, ‘সেদিনের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা সঙ্গে একটি করে মদের বোতল নিতে পারবেন এমন নিয়ম রয়েছে। ভারতীয় ওই যাত্রীদের ব্যাগ তল্লাশি করে দুটি মদের বোতল পাওয়া যায়। সম্পর্কে ওই যাত্রীরা ভাইবোন ছিলেন। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।’

ওই ভুক্তভোগীরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জোগেন্দ্রনগর এলাকার সঞ্জিত সাহা ও তার বোন ঐশী সাহা।

জানা যায়, বুধবার দুপুরে ওই দুই ভাইবোন তাদের আরেক আত্মীয় বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি মদের বোতল পাওয়া যায়। এটি নিতে হলে তাদেরকে এক হাজার টাকা দিতে হবে জানানো হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সঞ্জিত সাহা বলেন, ‘নিয়ম মেনেই এক বোতল মদ এনেছিলাম আমরা। কিন্তু কাস্টমসের একজন বলছিল এটা নিতে হলে এক হাজার টাকা দিতে হবে। এ ছাড়া নেওয়া যাবে না। এতে রাজি না হওয়ায় আমার বোন ঐশী সাহাকে জোর করে মদ খাইয়ে দিতে চায়। আমাকেও খেতে বলে। আমি বাংলাদেশ সরকারের কাছে এ ঘটনার বিচার চাই। পরে এমন আচরণের বিষয়টি আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করেন।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 
আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh