• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

হিলি সীমান্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৭
হিলি সীমান্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি সীমান্তে বিভিন্ন কাপড়ের দোকানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের কেনাকাটায় সরগরম সীমান্তের বিভিন্ন বাজারগুলো। ক্রেতাদের অভিযোগ সব জিনিসপত্রের দাম বেশি, তবুও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে সবাই ছুটছে মার্কেটগুলোতে। তবে সাধ ও সাধ্যের ফারাকে কিছুটা বিপাকে নিম্ন আয়ের মানুষ।

এই চিত্র দিনাজপুরের হিলি সীমান্তের বাজারের। ঈদ উপলক্ষে বিভাগীয় ও জেলা শহরের বড় বড় মার্কেট উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে এ সীমান্তবর্তী হিলির বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে ঈদবাজার। নানান বয়সী মানুষের পদচারণায় মুখরিত দোকানগুলো। দোকানিরা হরেক রকমের ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন। নানান ডিজাইনের নতুন নতুন ঈদ পোশাক সাজিয়ে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতা শুরু করেছে দোকানিরা।

সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতারা বিভিন্ন ঈদবাজারে ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতো, কসমেটিকসসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এ বছরও কেনাকাটায় তরুণী ও গৃহবধূদের প্রাধান্যই বেশি।

হিলি বাজারে ঈদ মার্কেট করতে আশা কয়েকজন ক্রেতা বলেন, এ বছর পোশাকের দাম বিগত বছরগুলোর তুলনায় বেশি। ফলে আমাদের সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা মার্কেট করতে আসছি।

হিলি বাজারের দোকানি তওহীদুল ইসলাম বলেন, এ বছর বিক্রি কম হচ্ছে। আমরা যেভাবে আশা করছিলাম সেই রকম বিক্রি হচ্ছে না। রমজান মাস, আবহাওয়া অনেক গরম, যার ফলে দিনের বেলায় ক্রেতা সংখ্যা অনেক কম। তবে রাতের বেলায় ক্রেতা কিছুটা চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দোকান খোলা রাখতেছি। কয়েক দিন পরেই ঈদ, আশা রাখছি বিক্রি ভালো হবে।

এ দিকে হিলি বাজারের বাজার কমিটির সাধারণ সম্পদাক আরমান আলী বলেন, ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। হিলি বাজারে ছোট-বড় মিলিয়ে পোশাকের দোকান আছে প্রায় একশটি। এবারের ঈদে এ বাজারে প্রায় ৩০ কোটি টাকার পোশাক, কসমেটিকস এবং মসলা জাতীয় পণ্য কেনাবেচার আশা ব্যবসায়ীদের।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
হিলি সীমান্তে বাংলা নববর্ষ পালিত
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
হিলি সীমান্তের জিরো পয়েন্টে দর্শনার্থীদের ভিড়
X
Fresh