• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

প্রায় ৫ ঘণ্টা পর আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৪:৪১
প্রায় ৫ ঘণ্টা পর আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল
ছবি : আরটিভি

প্রায় ৫ ঘণ্টা পর ভারতের আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল হওয়ায় দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম।

এর আগে একই দিনে সকাল সাড়ে ৮টার দিকে ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে পড়লে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সার্ভার ডাউনের বিষয়টি অবগত করে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, ভারতের আগরতলা সার্ভার সচল হওয়ার পর থেকে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে সার্ভার ডাউন থাকা অবস্থায় শুধুমাত্র বিমানের টিকিটধারী যাত্রীদের ইমিগ্রেশন করে আগরতলা যাওয়ার অনুমতি দেওয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 
আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh