• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১৮:৫৬
দিনাজপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ছবি : আরটিভি

দিনাজপুর জেলাসহ আশপাশের উপজেলাগুলোতে দিনদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে পথচারীদের কষ্ট পোহাতে হচ্ছে।

সোমবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর জেলায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

হিলির রাস্তায় কথা হয় আরমান নামের এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, প্রচণ্ড রোদের মধ্যে অটোরিকশা চালাতে কষ্ট হচ্ছে। সামনে ঈদ, পরিবারের ঈদের পোশাকসহ বিভিন্ন খরচ রয়েছে, যার জন্য কষ্ট করে হলেও এই রোদের মধ্যে অটোরিকশা নিয়ে বের হয়েছি। তবে আগের থেকে যাত্রী সংখ্যা অনেকটাই কম।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে ৫ থেকে ৭ মিনিটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রোববার (৩১ মার্চ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামীতে তাপমাত্রা কম-বেশি হতে পারে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতেই যে বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে
গরমের পর বৃষ্টি নিয়েও দুঃসংবাদ
দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন
X
Fresh