• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়ায় ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১৬:১৭
আখাউড়ায় ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদ বাজার মনিটরিং হিসেবে ঈদ বাজারের দরদাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে আখাউড়া পৌরসভার বিভিন্ন কাপড়ের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

এ সময় অতিরিক্ত দামে যেন কাপড় কিংবা কোনো পণ্য কেউ বিক্রি না করে সেজন্য বিক্রেতা ও ক্রেতাদের সতর্ক করা হয়। পরে উপজেলার কাঁচা ও মাংসের বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলমসহ থানার বিশেষ একটি পুলিশের দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 
আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh