• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ২০:১৪
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
ছবি : আরটিভি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে শেরপুরগামী একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র সালমান আজাদী (২৫)। এ ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন সালমান আজাদীসহ ত্রিশাল উপজেলায় বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজিচালিত অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

নিহত সালমান আজাদী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়তেন। বিভাগের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, তিনি কবি নজরুলের ইসলামিক সংগীত নিয়ে গবেষণা করছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

বিশ্ববিদ্যালয়স্থ বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি বখতিয়ার আহমেদ আরটিভি নিউজকে জানান, সালমান আজাদীর ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি ময়মনসিংহ থাকতেন।

এ দিন সন্ধ্যায় সালমান আজাদীর মরদেহ আনা হয় বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল 
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
ইফতারে মানহীন খাবার, ত্রিশালে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ 
X
Fresh