• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ১৮:৫৬
ছবি : আরটিভি

দিনাজপুরের বিরামপুরে নকল জুস, চকলেট ও পাউডার জুস সরবরাহ করার সময় দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ র্মাচ) দুপুরে পৌরশহরের ঢাকামোড় নাবিল কাউন্টার এর সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দিওড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মশিউর রহমানের ছেলে লিটন ইসলাম (২৬) ও একই এলাকার সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে গৌতম কুমার (২৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে ঢাকা হতে নকল বোতলজাত জুস চকলেট ও পাউডার জুস বিক্রি করে আসছিল। এমন সংবাদ পেয়ে পৌরশহরের ঢাকা মোড়ে নাবিল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুই’জনকে আটক করা হয়। জব্দকৃত পণ্য চার হাজার ১শ ৫০টি বোতলজাত নকল জুস, দুই কার্টুন পাউডার জুস ও দুই কার্টুন চকলেট ধ্বংস করা হয়েছে। এছাড়াও নকল পণ্য সরবরাহের সময় দুই’জনকে ১ মাস করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh