• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ১৫:২০
ছবি : আরটিভি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আরেক দফায় কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

অন্যদিকে গত দুই সপ্তাহ থেকে আদা এবং রসুনের দাম অপরিবর্তীত রয়েছে। আদা কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকায় এবং রসুন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলিতে কাঁচাবাজার করতে আসা গোলাম মোস্তফা বলেন, হিলি বাজারে দেশি পেঁয়াজ অনেক রয়েছে। দামও অনেকটাই কমেছে। হিলি বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ৩০ টাকার মধ্যে যদি কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হতো তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হতো।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও অনেকটাই কমেছে দাম। আমরা মোকামে কম দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি না করলেও চলবে। দেশের বাজারে এখনো অনেক পরিমাণ পেঁয়াজ রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh