• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ১৭:৩২
চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। এ সময় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। অটোরিকশাটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ওসি ওয়াবদুল ইসলাম।

তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে চালকের নাম-পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
X
Fresh