• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে ক্রেতা সংকট, কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ০২:৩৯
হিলিতে ক্রেতা সংকট, কমেছে পেঁয়াজের দাম
ছবি : আরটিভি

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বর্তমানে প্রকারভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। যা গত তিনদিন আগে বিক্রি হয়েছিলো ৫৫ থেকে ৬০ টাকায়।

ক্রেতা সংকটের কারণে বিক্রি না হওয়াতেই কমেছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

রোববার (২৪ মার্চ) দুপুরে হিলির কাঁচা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম, মিনারুল আলম বলেন, পেঁয়াজের দাম এই বৃদ্ধি এই কম। কাঁচাবাজার নিয়ন্ত্রণ করা কঠিন হলেও নিয়মিত বাজার মনিটরিং করা হলে কিছুটা দাম নিয়ন্ত্রণে থাকতো। হিলিতে কোনো প্রকার বাজার মনিটরিং করা হয় না। আগে ৫ কেজি করে পেঁয়াজ কিনতাম এখন কমিয়ে দিয়েছি। ১ থেকে ২ কেজি পরিমাণ পেঁয়াজ এখন ক্রয় করি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, বৈরী আবহাওয়া সেই সঙ্গে বাজারে ক্রেতা সংকটের কারণে কমেছে দেশি পেঁয়াজের দাম। আমাদের কিছুটা লোকসান হলেও কাঁচামাল বেশি দিন রাখা যাবে না, সেই জন্য লোকসান করেই পেঁয়াজ বিক্রি করছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh