• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে ঢাকাগামী বাসে ডাকাতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১০:৫৯

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সেসময় অস্ত্র দেখিয়ে ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

শনিবার রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ঢাকায় ফিরছিল।

জানা যায়, কয়েকজন ডাকাত যাত্রীর বেশে বুড়িমারীর শ্যামলী কাউন্টার থেকে টিকিট কিনে বাসে উঠেছিলেন। স্থলবন্দর থেকে ছেড়ে আসার সময় বাসটিতে নারী-পুরুষ মিলে ৩০ জন যাত্রী ছিল। এর মধ্যে ২৩ জন ছিলেন ভারত থেকে আসা পাসপোর্টধারী।

ডাকাতদল ধারালো ছোরা দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকাসহ অন্তত চার লাখ টাকার মালামাল লুট করেছে।

বাসের চালক সেলিম মিয়া জানান, বাসটি বগুড়ার সেনানিবাস পার হবার পর ডাকাতদলের তিনজন পেছন থেকে তার গলায় ধারালো ছুরি ধরে। পরে তাদের একজন বাস চালায়। লুট করার পর রাজাপুর এলাকায় বাস থেকে ডাকাতদল নেমে যায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের ভাষ্য, বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব
বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে জাপান-ভারতের প্রতিবাদ 
ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা
X
Fresh