• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২৪, ২২:৫৩
নওগাঁ
ছবি : সংগৃহীত

নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ মহাসিন মুল্লিক (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। মূর্তিটির মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে মহাসিন মুল্লিককে আটক করে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মহাসিন মুল্লিক জেলার রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মুল্লিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারি মহাসিন মুল্লিক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে মহাসিন মল্লিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেতে দিচ্ছেন না সন্তানরা, আদালতের দ্বারস্থ শতবর্ষী পিতা
নওগাঁয় বেড়েছে মুরগির দাম, কমেছে সবজির 
নওগাঁর মান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নওগাঁর বাজারে বেড়েছে ডিম ও সবজির দাম