• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৮:০২
হাতিয়ায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
ললিতা বালা দাস। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকার একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা ঘুমন্ত ললিতা বালা দাস (৮০) নামের এক বৃদ্ধা নারীসহ পুড়ে ছাই হয়েছে বসতঘরটি।

শনিবার (৯ মার্চ) ভোরে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ললিতা বালা দাস ওই এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। তার ২ ছেলে দেশের বাইরে থাকার কারণে তিনি ঘরে একা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমান থাকেন। প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে নিজের বসতঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার ভোরে স্থানীয় লোকজন তার ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসত ঘরসহ ঘুমে থাকা ললিতা বালা পুড়ে কয়লা হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহতের মরদেহের পুড়ে যাওয়া অংশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
X
Fresh