• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে নিভছে না সুগার মিলের আগুন

আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ১৯:০৯
যে কারণে নিভছে না সুগার মিলের আগুন
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের এস আলম রিফাইন্ড সুগার মিলের এক নম্বর গুদামে লাগা আগুন এখনও জ্বলছে। ২৬ ঘণ্টা পরও নেভার লক্ষণ দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এ আগুন সহজে নিভবে না। অনেক সময় লাগতে পারে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে গণমাধ্যমের কাছে এরকমই বার্তা দিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (প্রশাসন অর্থ) জসিম উদ্দিন।

তিনি বলেন, আগুন লাগা গুদামটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি মজুত ছিল। সেগুলো এক ধরনের দাহ্য পদার্থ। পানি দিয়ে এ আগুন নেভানো যাচ্ছে না। এ কারণে নেভাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, কখন নেভানো যাবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। গুদামটির চারপাশ থেকে পানি দেওয়া হচ্ছে। টিন খুলে ফেলা হচ্ছে।

জানা যায়, একই স্থানে এস আলমের মোট ৬টি গুদাম আছে। সোমবার ১ নম্বর গুদামে আগুন লাগে। এ গুদামটিতে এক লাখ মেট্রিক টনের বেশি অপরিশোধিত চিনি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যার বাজার মূল্য হাজার কোটি টাকার বেশি। ছয়টি গুদামের মধ্যে চারটিতে অপরিশোধিত চিনি রাখা ছিল। এক লাখ টন চিনি পুড়লেও এখনও দুটি গুদামে বিক্রি উপযোগী ২৫-৩০ হাজার মেট্রিক টন মজুত আছে। এ ছাড়াও বাকি তিনটি গুদামে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি মজুত আছে। আরও চিনি আমদানি পর্যায়ে আছে। সব মিলিয়ে চার লাখ মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি এস আলমের কাছে আছে।

এ বিষয়ে এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার আকতার হাসান বলেন, ‘আগুনে একটি চিনির গুদাম পুড়ে গেলেও আমাদের যে পরিমাণ চিনি মজুত আছে, তাতে দেশে চিনির কোনও সংকট হবে না।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান বলেন, আগুন লাগার কারণে দেশের বাজারে যাতে কোনও প্রভাব না পড়ে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী থানাধীন মিজ্যারটেক ইছাপুর এলাকায় অবস্থিত ওই চিনিকলে এ আগুন লাগে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
রাজধানীর বনানীতে চলন্ত বাসে আগুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
X
Fresh