• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ০৭:৩৫
কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় লবণবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনির আহমদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল-চৌফলদন্ডী সড়কের বায়ু-বিদ্যুৎ প্রকল্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশার চালক ও এক যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে ওই ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত ব্যক্তি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

তবে আহত অটোরিকশাচালক ও যাত্রীর তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেননি বলে জানান পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

ওসি রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ-সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন। এ সময় ট্রাকচালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
উখিয়ায় গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা
অপহৃত ১০ জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
X
Fresh