• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ঘাস কাটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফাহাদ হোসেন নামের সপ্তম শ্রেণির এক ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহাদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের সামাদ সর্দারের ছেলে। সে স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

ফাহাদ হোসেনের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী হোসেন বলেন, ফাহাদ বুধবার সকালে প্রাইভেট পড়তে যায়। এরপর বাড়িতে এসে সে মোটরসাইকেল নিয়ে গরুর ঘাস কাটার জন্য রেললাইন পার হয়ে মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ফাহাদ হোসেনের শরীর।

কোটচাঁদপুরের স্টেশনমাস্টার গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রুপসা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
গাজীপুরে স্কুলছাত্রকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
X
Fresh