• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রির দায়ে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হিলির ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান চালান হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার মৃত নজর আলীর ছেলে।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে শরিফুল ইসলামের দোকানে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় দোকানে নিষিদ্ধ কোমল পানীয় টাচ ২০০ পিসসহ ৩৬০টি কোমল পানীয় পাওয়া যায়। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ কোমল পানীয় জব্দ করা হয়েছে।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি, কমছে ডিম উৎপাদন
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
X
Fresh