• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ক্রীড়াতে মানুষে মানুষে সম্পর্ক গড়ে উঠে : গৃহায়ন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮
ছবি : সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ক্রীড়া বিশ্ব ভ্রাতৃত্বের সাথে সংযোগ করে দেয়। ক্রীড়া হলো এমন একটি ব্যবস্থাপনা যেখানে মানুষে মানুষে সম্পর্ক গড়ে উঠে। ক্রীড়াতে মুসলিম ক্রীড়া, হিন্দু ক্রীড়া, খ্রিষ্টান ক্রীড়া বলে কোন বিভাজন নেই।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ায় আবহমান বাংলার সংস্কৃতি ও ক্রীড়াতে বাধা সৃষ্টির চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আজকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, নৌকা বাইচ হয়।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh