• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

১০ তলা থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪
১০ তলা ভবন
ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারা বেগম পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখতে পাই সকালের দিকে ওই নারী ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

ওসি বলেন, সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি। গৃহকর্মীর মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
X
Fresh