• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ভালুকায় তুলার গোডাউনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২
ভালুকায় তুলার গোডাউনে আগুন
ছবি : আরটিভি

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় একটি সুতার কারখানার তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পানির অভাবে প্রায় দুঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ ্কর্মকর্তা।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালুকার উপজেলা চেয়ারম্যান কারাগারে 
ভালুকায় ৬ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের উপপরিদর্শক নিহত
ভালুকায় ৫০ চোরাই ফোনসহ গ্রেপ্তার কারবারি 
X
Fresh