• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২
পুলিশ
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং সদর জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ।

নিহতরা হলেন নবীর হোসেন ও মো. হানিফ। নিহত অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও সিএনজি দুটোই গভীর খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ২ জনের মৃত্যু হয়।

মো. মারুফ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৯
যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা
X
Fresh