• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার জেলে

আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২
ছবি : সংগৃহীত

সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের সময় শেখ নাফিজ হোসেন (৪৭) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে কোবাদক স্টেশনের বনরক্ষীরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাড়িপোতা খাল থেকে তাকে আটক করা হয়। এ সময় বিষ দিয়ে শিকার করা নয় কেজি চিংড়ি মাছ, চার বোতল বিষ, একটি নৌকা ও ভেসালী জাল জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন বলেন, অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে নাফিজ হোসেন ৪১ কম্পার্টমেন্টাল হাড়িপোতা খালে বিষ ঢেলে মাছ শিকার করছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারি চক্রের ব্যাপারে তথ্য দিলে বন বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
সুন্দরবনে আজ থেকে মধু আহরণ শুরু
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh