• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণালংকার চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে খুন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় আশালতা দাসকে (৭৫) হত্যার অভিযোগে বিশ্বজিৎ কুমার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিশ্বজিৎ একই এলাকার রঞ্জিত কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। আর আশালতা দাস প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। আজ মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আশালতা দাসের দুই মেয়ে। তাদের অনেক আগেই বিয়ে হয়েছে। আশালতা দাস গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। সেখানে পুকুর, মাঠের জমি ছাড়াও বড় বাগান রয়েছে। আশালতার দান করা জমিতে বিদ্যালয় ও হাটবাজার রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, আটক বিশ্বজিৎ কুমার বিশ্বাস হত্যার কথা স্বীকার করেছে। সে মূলত স্বর্ণালংকার চুরি করতে গিয়েছিল। কিন্তু দেখে ফেলায় সেটি ধামাচাপা দিতেই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশালতা দাসকে হত্যা করে। চুরি যাওয়া স্বর্ণালংকারসহ হত্যায় ব্যবহৃত হাতুড়ি পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক
X
Fresh