• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান : ৩ জনের মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান : ৩ জনের মনোনয়নপত্র দাখিল
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হচ্ছেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও সদ্য পদত্যাগী জেলা পরিষদের আশুগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত সাবেক সদস্য মো. বিল্লাল মিয়া।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৯ মার্চ পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বছরের ২ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার মারা যান। ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের বছর না পেরোতেই মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তফসিল অনুসারে ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। এরমধ্যে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাটে গোপালপুর ইউপি চেয়ারম্যান হলেন লিটন মোল্লা 
ব্যালটে ভুল প্রতীক, কুটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত
X
Fresh