• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগেই ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮
ফাইল ছবি

আগামীকাল শুক্রবার বাদ ফজর থেকে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তুরাগ নদের তীরে তিন দিন ব্যাপী দ্বিতীয় পর্ব ইজতেমা শুরুর আগে পাঁচ জন মুসল্লী মৃত্যু বরণ করেছেন।

তারা হলেন- শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। অপর দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া পাঁচ মুসল্লির মৃত্যু হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সেলের প্রধান মো. সায়েম মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

তিনি জানান, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগে ময়দানে বার্ধক্য জনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তবে পরপর দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যোহরের পরে পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

তিনি আরও জানান, মূলধারা তাবলীগ জামাতের নিজামুদ্দিনের অনুসারী দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এখনও অনেকেই ইজমেতায় অংশ নিচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নেয় নিজামুদ্দিন অনুসারীরা। এরপর দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লি।

আগামী ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
ভাসানটেকে বিস্ফোরণ: একে একে পরিবারের ৬ জনেরই মৃত্যু  
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
X
Fresh