• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ৩ ভিক্ষুককে দোকান বরাদ্দ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১২
টাঙ্গাইলে ৩ ভিক্ষুককে দোকান বরাদ্দ
ছবি : আরটিভি

টাঙ্গাইলে সদর উপজেলা পরিষদে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়।

এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলে বৃষ্টির জন্য হাজারও মানুষের নামাজ আদায়
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh