• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঝালিকাঠিতে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
ঝালিকাঠিতে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ
ছবি : সংগৃহীত

ঝালিকাঠির রাজাপুরে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ওই শিক্ষককে গুরুতর রক্তাক্ত জখম করে স্থানীয় ওই কিশোররা।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গ্রামের ইউপি সদস্য সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চান দলবল নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান জাকির একই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে।

তিনি উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যার পরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে তার পেটে পিস্তল ঠেকায়। পরে তারা লাঠি ও হাতুড়ি নিয়ে মারধর শুরু করে তাকে। তৌহিদুল, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষক মোস্তাফিজ বলেন, পেটে পিস্তল ঠেকানোর ফলে কোনো চিৎকারও দিতে পারিনি আমি। মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে তারা। হঠাৎ লাইটের আলো দেখে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে স্থানীয় থানায় নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
তিন বছর অনুপস্থিত, নিয়মিত বেতন তোলেন শিক্ষক
X
Fresh