• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

পাথরঘাটায় বন উজাড় করে দখল, তিনজনের জেল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:২০
বরগুনা

বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা ও বাদুরতলা সংরক্ষিত বনের গাছ কেটে জমি দখলের মামলায় তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) জামিনের জন্য হাজির হলে দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

সাজাপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের চান মিয়ার ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের ওয়ারেচ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৯) ও মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে সুলতান (৫২)।

জানুয়ারি মাসে বন আইনে পৃথক ৩টি মামলা করে বন বিভাগ। ওই মামলায় আসামিদের আদালত সমন জারি করলে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। গত ১৪ জানুয়ারি এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপরই বন বিভাগ অপরাধীদের বিরুদ্ধে মামলা করে।

এ বিষয়ে বন বিভাগের কৌঁসুলি সোহরাব হোসেন বলেন, বনবিভাগের তৎপরতায় একাধিক অভিযানসহ মামলা করা হয়েছে। অপর একটি মামলায় ১১ ফেরুয়ারি হাজির হওয়ার জন্য ২ জনকে সমন জারির আদেশ দেন আদালত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একজন হাফেজের মৃত্যু
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১ জুলাই
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
X
Fresh