• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী          

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ২১:৫৪
আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী      
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : আরটিভি

আগামী দিনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে তাই আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর পৌরসভার জোড়াপাম্প ফুটবল খেলার মাঠে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র আরও বড় হতে পারে। আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে পারি। তাই নির্বাচনের সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে নিয়ে একত্রে এগিয়ে যেতে হবে। দলকে আবার সুসংগঠিত করে তুলতে হবে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি নির্বাচনের সময় গাজীপুর-১ আসনের সব পাড়া-মহল্লায় গিয়ে লক্ষ্য করেছি, কিছু জায়গা উন্নয়নবঞ্চিত হয়েছে। ওই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে জনগণের সহযোগিতায়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই ও যেসব এলাকায় ব্রিজ কালভার্ট হয়নি, সেইগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতসময় যেন করতে পারি তার চেষ্টা করব।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, আমাদের কিছু বৃহৎ পরিকল্পনা রয়েছে। কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল পার্ক করা হচ্ছে। বঙ্গবন্ধু ডিজিটাল পার্কের কাজ দ্রুত চলছে। এক দেড় বছরের মধ্যে তিন লাখ লোকের কাজের ব্যবস্থা হবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
X
Fresh