• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

‘সাজাপ্রাপ্তদের দেশে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৪
ছবি : আরটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আইন এবং আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের সকলকেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছে তাদেরকে দেশে আনার চেষ্টা অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করা হবে। শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শ্রম আইন সংশোধন বিল এই সংসদের অধিবেশনে পাশ হবে।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি। সেখান থেকে আমি বলতে পারবো বিচারিক আদালতে প্রচলিত আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলবো না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 
আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh