• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩
অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড
ছবি : আরটিভি

বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নবীর হোসেন (৩৮) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নবীর বগুড়া শিবগঞ্জ থানার আটমূল মালগাড়ী গ্রামের গফুর মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলার নারচী ইউনিয়নের চর গোদাগাড়ী গ্রামের বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন নবীর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাঙালি নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সবুজ কুমার বসাক বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে মঙ্গলবার রাতেই বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh