• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে স্কুলবাসে আগুন

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:০৬
যশোরে বাসে আগুন (সংগৃহীত ছবি)

যশোরে দাউদ পাবলিক স্কুলের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কে কারা এ আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের মণিহার কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের চালক শহিদুল ইসলাম জানান, মুড়লি এলাকার একটি গ্যারেজে দিনভর বাসের (ঢাকা মেট্রো-ব-১১-১৫৮৮) মেরামত কাজ করানো হয়। পৌনে ৮টার দিকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হন। রাত ৮টার দিকে মণিহার কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে তিনি এবং হেলপার বাসটি কোল্ড স্টোরেজ গেটের সামনে থামিয়ে নেমে পড়েন।

ফায়ার সার্ভিস যশোরের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসের ব্যাটারি অক্ষত রয়েছে। আগুনের উৎস সম্পর্কে তিনি জানান, তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) পলাশ কুমার বিশ্বাস বলেন, চালকের সঙ্গে কথা বলেছি। তারা চলন্ত অবস্থায় বাসে আগুন দেখতে পান। কিভাবে কে বা কারা এ আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক কারণে আগুনের সূত্রপাত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
রাজধানীর বনানীতে চলন্ত বাসে আগুন
X
Fresh