• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:৫৮
গণপিটুনি, যুবক নিহত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে গণপিটুনি দেওয়ায় এক যুবক নিহত হয়েছেন নিহত মো. মিলন (৩৬) সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আটিগ্রাম এলাকায় ঘটনা ঘটে

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক

তিনি বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে মিলন নামে এক যুবকের মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস দমন আইনসহ চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে তবে গণপিটুনিতে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হবে

পুলিশ স্থানীয়রা জনায়, সোমবার বেলা একটার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে মিলনসহ তিন ব্যক্তি স্থানীয় বাসিন্দা শাহজাহানের উপর রামদা দিয়ে হামলার চেষ্টা করে স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মিলনকে আটক করা হয় অন্য দুজন পালিয়ে যায় সময় গণপিটুনিতে মিলন গুরুতর আহত হয়

গুরুতর আহত অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন

এর আগে, গত ১৯ জানুয়ারি একই এলাকায় মসজিদের ইমামের বাসায় ডাকাতির ঘটনা ঘটে ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা রোববার রাতে মো. উজ্জ্বল আহাম্মেদ (২৬) মো. হৃদয় (২৩) নামে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত খুনের ১০ বছর : বিচার শেষ না হওয়ায় হতাশ স্বজনরা
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন
X
Fresh