• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩৬
পাবনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি : সংগৃহীত

শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একইদিনে এ নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস‌।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মুক্তি
পাবনায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান আটক
প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ
ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ
X
Fresh